Wednesday, March 1, 2017

Largest known prime number

সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি কতো ?

এখন পর্যন্ত খুঁজে পাওয়া সবচেয়ে বড় মৌলিক সংখ্যাটি হলো - 2^57,885,161 -1।
এই লিংকে এ সম্পর্কে আরও বিস্তারিত জানা যাবে।

এতে 17,425,170 টি সংখ্যা রয়েছে। এই সংখ্যাটি দেখতে চাইলে ঝটপট একটি জাভা প্রোগ্রাম লিখে ফেলা যায়। এর জন্য জাভার BigInteger ক্লাসটি প্রয়োজন হবে।

import java.math.BigInteger;

public class LargestPrimeNumber {
    public static void main(String[] args) {
        BigInteger two = BigInteger.valueOf(2);
        BigInteger largest = two.pow(57_885_161);
        BigInteger largestPrimeNumber = largest.subtract(BigInteger.ONE);
        System.out.println(largestPrimeNumber);
    }
}

এটি প্রিন্ট হতে বেশ খানিকটা সময় নেবে।


ফাইলে স্টোর করতে চাইলে নিচের কোড অংশটুকু যুক্ত করুন-
try {
            Files.write(Paths.get("prime.txt"), largestPrimeNumber.toString().getBytes());
        } catch (IOException e) {
            e.printStackTrace();
        }




No comments:

Post a Comment